পাম অয়েল দিয়ে বোতলজাত সয়াবিন তেল তৈরি, করাখানা সিলগালা

 


চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় সাকসেস অয়েল ইন্ডাষ্ট্রিজ লিমিটেডে দীর্ঘদিন ধরে পাম অয়েল দিয়ে বোতলজাত সয়াবিন তেল তৈরি ও বিক্রির মাধ্যমে গ্রাহকদের সাথে প্রতারণা করে আসছিলো। বুধবার (৫ মার্চ) সেখানে অভিযান চালিয়ে শত শত লিটার ভোজ্য তেল পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 


মজুদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় কারখানাটির ভেতরে মজুত করা কয়েক হাজার লিটার পাম অয়েল তেলের মজুত, মেয়াদোত্তীর্ণ ক্যামিকেল, ওজনে কারচুপি, অস্বাস্হ্যকর পরিবেশ ইত্যাদির কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা এবং সাময়িক সিলগালা করা হয়। তাদের এসব ভেজাল তেল বিক্রি রাখতে নির্দেশনা দেয়া হয়। 



এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক ফয়েজ উল্যাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রমজানকে সামনে রেখে অভিযান চলমান রাখার কথা জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

Post a Comment

0 Comments